রংপুরের মিঠাপুকুরে একই দিনে পৃথক ঘটনায় দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মিঠাপুকুর উপজেলার জয়রামপুর আনোয়ার (ভাঁজের মোড়) কোয়ালিপাড়ায় মাহির বাবু (৫) এবং বিকাল সাড়ে তিনটার সময় মোস্তফা কোল্ডষ্টোরেজ এন্ড বীজ হিমাগার লিঃ,এর ভিতরে শাহরিয়ার নামে দেড় বছরের শিশুর মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানান, পায়রাবন্দ ইউনিয়নের কোয়ালিপাড়ায় মমিনুল ইসলামের পুত্র মাহির বাবু, বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে শিশুটি বাড়ি সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। পরে আধাঘন্টা পর তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয়রা। মাহির বাবুর মৃত্যুর প্রায় ৬ ঘন্টা পর একই ইউনিয়নের বলদিপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোস্তফা কোল্ডষ্টোরেজ এন্ড বীজ হিমাগার লিঃ,এর মেশিন অপারেটর পদে কর্মরত ওয়াহেদ মিয়ার নাতি শাহরিয়ার আলম, বগুড়া থেকে তার কর্মস্থলে ঘুরতে এসে বিকাল সাড়ে তিনটার সময়, হিমাগারের ভিতরে থাকা পুকুরে পড়ে যায়। পরে তাঁকে খোজাখুজির একপর্যায়ে সিসিটিভির ফুটেজ দেখে,হিমাগারে কর্মরত শ্রমিকরা উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন। শাহরিয়ারের বাবা মা দু’জনে সেনাবাহিনীতে কর্মরত বলে জানা গিয়েছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় শিশু দু’টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।