শিরোনাম
জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, মারাত্মক আহত নুরুল হক নুর ঠাকুরগাঁওয়ে বেগুনবাড়ী ফাজিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় নীলফামারীর ডোমারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নীলফামারীতে এক নারীর নাম ব্যবহার করে মিথ্যে ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রতিবাদ মিঠাপুকুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে, সাড়ে চার লক্ষাধিক টাকার মাছ নিধন চেক ডিজ-অনার মামলায় শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার রাজধানীতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সেনা মোতায়েন সালেহ উদ্দিন হেলালের রাজনীতিতে ফিরে আসার ইঙ্গিত নির্যাতন, মিথ্যা মামলা ও জমি দখলবাজদের বিরুদ্ধে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন।
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:২১ অপরাহ্ন

মিঠাপুকুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে, সাড়ে চার লক্ষাধিক টাকার মাছ নিধন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুরের কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক মাহাদিপুর পশ্চিমপাড়া এলাকায় দুইটি পুকুরে দশ কেজি বিষ (অ্যালুমিনিয়া ফসফাইড) প্রয়োগ করে

সাড়ে ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা মাহবুল আলমের বিরুদ্ধে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধনের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ওসি তদন্ত মোঃ হাফিজুর রহমান। এর আগে শুক্রবার গভীররাতে স্থানীয় বদরুদ্দোজার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মাহবুল আলম মিঠাপুকুর উপজেলা শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার আসামি ও পীরগঞ্জ -৬ আসনের আওয়ামীলীগের ডামি প্রার্থী হিসেবে সর্বশেষ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী ছিলেন। আওয়ামীলীগ আমলে জমিদখল ও দাদন ব্যবসায়ের মাধ্যমে জিম্মি করে গরিব অসহায় মানুষদের বসত ভিটা উচ্ছেদসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় নজরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬ টায় পুকুরের পাশের রাস্তা দিয়ে হাটার সময় দেখি দীঘিতে সব মাছ মরি ভাসি আছে। আমি যায়া বদরুদ্দোজাকে ডাকি বলি খাদ্য কতগুলো দিছেন,গ্যাস করছে মনে হয়ে। পরে দেখি পুকুরে বিষ দেয়ার পলিথিনসহ মাছ ভাসি আছে।রাইতে কে জানি বিষ দিয়া সব মাছ মারি ফেলছে।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা সার্জেন্ট মোঃ বদরুদ্দোজা মাহমুদ জানান,আমি জামায়াতে ইসলামীর রাজনীতি করায় পূর্বতন শত্রুতার জের ধরে ৫ আগস্ট পরবর্তী সময়ে কোর্টে ইতিপূর্বে পাঁচটি মিথ্যা মামলা দায়ের করেছিলো আওয়ামীলীগের এই নেতা মাহবুল আলম। ইতিমধ্যে আদালত কয়েকটি মামলা খারিজ করে দিয়েছে। কয়েকদিন পূর্বেই সে ঘোষণা দিয়েছিলো আমাক ধ্বংস করে ফেলবে। হত্যা মামলায় আত্মগোপনে থেকে তার লালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করে সাড়ে চার লাখ টাকার মাছ নিধন করেছে। আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই।এই এলাকায় আমার অন্য কারো সাথে দ্বন্দ্ব বিবাদ নেই।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মাহবুল আলম মুঠোফোনে জানান, আমি হত্যা মামলার আসামি হওয়ায় গত এক বছর থেকে এলাকায় যাই নাহ। এখন ঢাকায় আছি। আমি মামলা করেছিলাম বদরুদ্দোজার নামে সেটাও খারিজ হয়ে গেছে। বদরুদ্দোজার সঙ্গে কারো শত্রুতা আছে কিনা প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন,ওই এলাকায় তো সবাই বদরুদ্দোজার লোক। তার বিরোধী কেউ নেই। হয়তোবা অভ্যন্তরীণভাবে কারো সঙ্গে দ্বন্দ্ব ছিলো জন্য এই ঘটনা সংঘটিত হয়েছে।

মিঠাপুকুরের কাফ্রিখাল ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, আমি যতটুকু জানি বদরুদ্দোজার একমাত্র শত্রু আওয়ামীলীগ নেতা মাহবুল আলম।তাছাড়া এলাকার অন্য কারো সাথে বদরুদ্দোজার কোন শত্রুতা নেই। ইতিপূর্বে বদরুদ্দোজার নামে একাধিক মিথ্যা মামলা করেছিলো মাহবুল। পুলিশ যথাযথভাবে তদন্ত করলে এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে আমি বিশ্বাস করি।

মিঠাপুকুর থানা পুলিশের এসআই মনোয়ারুল ইসলাম জানান, পুকুরে বিষ প্রয়োগের ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কাহারা বিষ প্রয়োগ করে অনেকগুলো মাছ মেরে ফেলছে। কিছু মাছ ভেসে উঠছে,বাকি মাছগুলো পানির নিচে পড়ে আছে।থানায় ডেকেছি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিঠাপুকুর থানা পুলিশের ওসি তদন্ত মোঃ হাফিজুর রহমান জানান,পুকুরে বিষ প্রয়োগের ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ