টানা দুই দিনের প্রবল বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে রংপুর জেলার অসংখ্য জমি। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন জেলার বহু কৃষক। মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের রানিপুকুর পূর্বপাড়া গ্রামের কৃষক মোস্তফা মিয়া তার সবজি ক্ষেত হারিয়ে এখন দিশেহারা।
নিজের কোনো জমি না থাকায় তিনি অন্যের জমি বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করেছিলেন। স্বপ্ন ছিল—এই ফসলে সংসারের অভাব দূর করবেন, ঋণের কিস্তি মেটাবেন। কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতায় সেই সবজি ক্ষেত এখন পুরোপুরি পানির নিচে।
আজ সকালে সেই পানিতে তলিয়ে যাওয়া জমিতে নেমে কেঁদে ভেঙে পড়েন তিনি। প্রতিটি গাছে ছিল তার শ্রম আর আশার ছোঁয়া। চোখের সামনে সেই ক্ষেত ভেসে যেতে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এই হতভাগা কৃষক।
মোস্তফা মিয়া বলেন, “ধার করেই জমি নিছিলাম। সবজি বুনছিলাম অনেক কষ্টে। ভাবছিলাম এবার একটু শান্তি পাইবো। কিন্তু সব ডুইবা গেল। এখন আমি কী করুম?”
স্থানীয়রা জানান, শুধু মোস্তফা মিয়াই নন, এলাকার আরও অনেক কৃষক এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান করা হোক।
এদিকে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু হয়েছে। দ্রুত তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রাকৃতিক দুর্যোগের এমন সময়ে কৃষকদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। নাহলে এক মৌসুমের ক্ষতি থেকে জন্ম নিতে পারে দীর্ঘমেয়াদি সংকট।