শিরোনাম
এনসিপি সরকার গঠন করলে ৬৪ জেলায় চাকরির ব্যবস্থা করব : নাসীরুদ্দীন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত ‘ছাত্রদল কর্মী ওয়াসিম প্রথম শহীদ, আবু সাঈদ নয়’ আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। রাজনীতি মুক্ত ক্যাম্পাসের আহ্বান জানানো মুনতাসীরই হয়েছেন ছাত্রশিবিরের সেক্রেটারি পাটগ্রামের ধবলসুতী সীমান্তে বিএসএফের ল্যাম্পপোস্ট স্থাপন ও ড্রোন মহড়া, বিজিবির ভূমিকা প্রশ্নবিদ্ধ এক নারীর উপর বর্বর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন দেড় মাস সংসার করার পর বেড়িয়ে এলো সত্য, জানা গেলো নববধূ পুরুষ অন্তর্বর্তী সরকার মেরুদণ্ডহীন, প্রতিটি বিষয়েই বিএনপির দিকেই তাকিয়ে থাকে : নুর
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

মিঠাপুকুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

মোঃ সুলতান মারজান (হৃদয়) মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের হলরুমে আজ শনিবার (২৬ জুলাই) এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান। উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদ মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ জিল্লুর রহমান বলেন, “জুলাই পুনর্জাগরণের মূল বার্তা হলো একতা ও মানবিকতা। সমাজের প্রতিটি স্তরে এই আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। নারী ও শিশুর অধিকার রক্ষায় এবং উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করাই এখন সময়ের দাবি।”

সভাপতির বক্তব্যে মোঃ হামিদ মিয়া বলেন,

“জুলাই পুনর্জাগরণ আন্দোলন সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। এই আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মিঠাপুকুরে একটি বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন মন্ডল বলেন, “শিক্ষা ছাড়া জাতি এগোতে পারে না। নতুন প্রজন্মের মাঝে এই আন্দোলনের তাৎপর্য ছড়িয়ে দিতে শিক্ষার বিকল্প নেই। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠানে মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকারও বক্তব্য রাখেন। তিনি ‘জুলাই পুনর্জাগরণ’-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিক সমাজের ভূমিকার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষাংশে শপথগ্রহণ পর্বে উপস্থিত সকলে “জুলাই পুনর্জাগরণের আদর্শে” উজ্জীবিত হয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, নারী উন্নয়নকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানটিকে এক ব্যতিক্রমী মাত্রায় পৌঁছে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ