রংপুরের মিঠাপুকুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও এর অধীনস্থ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মক্ষেত্রে হয়রানি, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে চার দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এই কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও এর অধীনস্থ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ।
এসময় আন্দোলনকারীরা তাদের দাবিগুলোর উপস্থাপন করে। দাবিগুলো হলো:- তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও বাস্তবায়ন, অন্যায়ভাবে বরখাস্ত বা বদলি হওয়া কর্মীদের পুনর্বহাল, লাইনক্রুদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
আন্দোলনকারীরা জানান, বিদ্যুৎ সরবরাহ সচল রেখেই তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দ্রুত দাবিগুলো মানা হলে গ্রামীণ জনগোষ্ঠী নিরবচ্ছিন্ন ও আধুনিক বিদ্যুৎ সেবা পাবে বলে তাদের আশা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।