শিরোনাম
পঞ্চগড়ে রাস্তার অনিয়ম অস্বীকার; এলজিইডি কর্মকর্তাকে গণপিটুনি রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার  ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী লিজা তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন: সাদিক কায়েম যাদের অ্যানড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন : উসমান হাদী কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, বিপাকে ব্যবসায়ী পরিবার সৈয়দপুরে জিপিএ ৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোস নামে একটি সামাজিক সংগঠন। মিঠাপুকুরে ঘাঘট নদী থেকে বালু উত্তোলন: হুমকির মুখে কৃষি জমি ও বসতবাড়ি কাউনিয়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু ‘আমরা সবাই নির্দোষ, রিয়াদের ডাকে গিয়ে ফেঁসে গেছি’: অপু
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

মিঠাপুকুরে ঘাঘট নদী থেকে বালু উত্তোলন: হুমকির মুখে কৃষি জমি ও বসতবাড়ি

মোঃ সুলতান মারজান (হৃদয়) মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঘাঘট নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে নদী সংলগ্ন কৃষি জমি ও বসতবাড়ি। ড্রেজার মেশিন ব্যবহার করে এই বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বারবার জানানো হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ভাংনী ইউনিয়নের কোণাপাড়ায় সরেজমিনে দেখা যায়, ঘাঘট নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার থেকে রমজান আলী, সাইফুল ও ফুলু মিয়ার নেতৃত্বে এই বালু উত্তোলন শুরু হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বালু উত্তোলনের আগে ইউনিয়ন বিট অফিসার এসআই সিরাজুল ইসলামকে পাঁচ হাজার টাকা দিয়ে “ম্যানেজ” করা হয়েছে। একইসঙ্গে মিঠাপুকুরের একজন রাজনৈতিক নেতার সুপারিশে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মৌখিক অনুমতিও নেওয়া হয়েছে। এ কারণেই প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ ফুলু মিয়া জানান, তাঁরা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করছেন না। তিনি বলেন, “আমরা শুধুমাত্র একজন প্রতিবন্ধীর বাড়ি তৈরি করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করছি। ইউএনও স্যারকে জানালে তিনি কাজ চালিয়ে যেতে বলেন, তবে শর্ত ছিল যেন কোনো অভিযোগ না আসে।” তিনি আরও দাবি করেন, কাজ শুরুর আগে চেয়ারম্যান, পুলিশ এবং ইউএনও সহ সবাইকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, “আমি এ বিষয়ে একটি মেসেজ পেয়েছি। বর্তমানে আমি শঠিবাড়িতে একটি ফুটবল টুর্নামেন্টে আছি। সহকারী কমিশনার (ভূমি) ছুটি থেকে ফিরলেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ