শিরোনাম
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি মাইলস্টোন ট্র্যাজেডি : মৃত্যুর কাছে হার মানলো ১৩ বছরের জারিফ গাইবান্ধায় বিয়েবাড়িতে সাবান-স্নো না থাকায় নারীদের তর্কযুদ্ধ; বরপক্ষকে আটকে রাখার অভিযোগ ৪-৫ মাস বয়সী রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি: নাহিদ ইসলাম রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও নগদ অর্থসহ একজন আটক একাত্তর নিয়ে জামায়াত আগে ক্ষমা চাক, তারপর বিএনপির সমালোচনা : টুকু দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু আয়মান মাইলস্টোন ট্র্যাজেডি: সেদিন ৫ বন্ধুকে একাই বাঁচিয়েছিলেন সূর্য রিসোর্টে ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক শ্বশুরবাড়িতে—জরুরি বিভাগেই রোগীর মৃত্যু
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

মাহেরীন চৌধুরী নারী সমাজের জন্য গর্বিত এক নাম হয়ে থাকবেন – আফরোজা আব্বাস

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

“মাহেরীন চৌধুরী জাতীয় বীর, যিনি সমগ্র নারী সমাজের জন্য গর্বিত হয়ে থাকবেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনার জন্য কবর জিয়ারত করতে এসেছি। তার পরিবারকে সমবেদনা জানাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তারেক রহমানেট পক্ষ থেকে আমরা এসেছি। শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। যারা স্বজন হারিয়েছেন তারাই বুঝেন, আমরা শুধু দেখছি আর বাকরুদ্ধ হচ্ছি” এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস৷।

শুক্রবার (২৫ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা বগুলাগাড়ী চৌধুরী পাড়া এলাকায় মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত শেষে এসব কথা বলেন।

আফরোজা আব্বাস আরও বলেন, মাহেরীন চৌধুরী এতগুলা বাচ্চাকে বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন তিনি একজন প্রকৃত মা, তিনি একজন আদর্শ শিক্ষক। বাচ্চাগুলোর সঙ্গে তার রক্তের সম্পর্ক ছিলো না, তাদের সঙ্গে আত্মার সম্পর্ক ছিলো। তিনি সেখানে সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে। শিক্ষকতা যে একটি মহান পেশা সেটার যে মহানুভবতা সেটা দেখিয়েছেন। তিনি সকল শিক্ষক জাতির জন্য আর্দশ উদাহরণ হয়ে থাকবেন। আমরা নারী সমাজ গর্ব করে বলতে পারি তিনি মহান ছিলেন।

 

আরও বলেন, মাহেরীন চৌধুরীকে অবশ্যই রাষ্ট্রীয় সম্মাননা দেয়া উচিত ছিলো। মালয়েশিয়া থেকে তাকে সম্মান দেওয়া হয়েছে, এটা সবথেকে আগে আমাদের দেশে হওয়া উচিত ছিলো। প্রধান উপদেষ্টার উচিত ছিলো তাকে প্রথমেই রাষ্ট্রীয় সম্মান দেওয়া। আমি মনে করে পাইলটের আগে তাকে দেওয়া উচিত ছিলো। জানাজানি হওয়া শুরু হলো তখন দেওয়া হয়েছে, আসলে এটাতো উচিত ছিলো না। এটা উচিত ছিলো তাকে সবার আগে জাতীয় বীরের মর্যাদা দেওয়া। তাকে অনেক দেরিতে সম্মাননা দেওয়া হয়েছে, তার যেটা প্রাপ্যতা তাকে সেটা অবশ্যই দিতে হবে। এখন তাকে সরকার কি দিলো না দিলো আমরা সেটা কেয়ার করিনা, তবে আমরা সমগ্র নারী সমাজ মনে করি তিনি আমাদের হৃদয়ে আছেন এবং থাকবেন। আমরা তার আদর্শকে ধারণা করে নারীদের এগিয়ে নিতে চাই।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, যুগ্ম সম্পাদক সম্পাদক হেলেন জেরিন খান, সৈয়দপুর রাজনৈতিক জেলার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক রুপা, রংপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট জিনাত ফেরদৌস রোজিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ