শিরোনাম
বিএনপিতে এক কোটি নতুন সদস্য নেওয়া হবে: রিজভী পীরগাছায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ বিয়ে করবে বলে ছেলে কত আশায় বাড়ি বানাল কিন্তু বউ আর আনতে পারলাম না’ জাল টাকার নোটসহ জালনোট প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান ও আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ বাবারা, রাজনীতির ময়দানে আরও অভিজ্ঞতা সঞ্চার করার নসিহত করছি’: সালাহউদ্দিন ‘জুলাইতো আরো আসবে, তখন তোর চোখে গুলি করে হত্যা করা হবে’ : হুমকি ছাত্রলীগ নেতা পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো এক কর্মীর
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

মাদ্রাসার মাঠে ধানের বীজ বপন, অভিযুক্ত জামায়াত নেতা

ডেস্ক রিপোর্ট / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার খেলার মাঠে বোরো ধানের বীজ বপন করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সহকারী মৌলভী জাকির হোসেনের বিরুদ্ধে। এতে খেলাধুলা করতে না পারা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জেনারেল জাকির হোসেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি। গত সপ্তাহে তিনি মাদ্রাসার মাঠে ধানের বিচ বপন করেছেন। এগুলো পরিপক্ক হয়ে চারা রোপন করতে তিন মাসের অধিক সময় লাগবে। এছাড়া ওই গ্রামে অন্যকোনো খেলার মাঠ না নেই। একারণে শিক্ষার্থী ও স্থানীয় কিশোরদের খেলাধুলা বন্ধ থাকবে৷ যা সম্পূর্ণ বিধিবহির্ভূত কাজ।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খেলাধুলা শিক্ষার একটি অপরিহার্য অংশ। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং শিক্ষাগতভাবে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা। খেলাধুলা সুসংগঠিত শিক্ষা প্রদান করে যা শিক্ষা জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলার জন্য প্রস্তুত করে। তাই মাঠ উন্মুক্ত রাখার বিষয় মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা আছে।

অভিযুক্ত সহকারী মৌলভী জাকির হোসেন জানান, তিনি পূর্ব নওমালার বাসিন্দা। সেখানে বৃষ্টির পানি জমে থাকায় তিনি মাঠে ধানের বীজ বপন করেছেন। অন্যথায় এগুলো মরে যাওয়ার সম্ভাবনা ছিলো। শিক্ষার্থীদের সমস্যা হলে সরিয়ে ফেলবেন বলেও জানান।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সেন্টু বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। এরকম ঘটনা হলে এই বিষয় ব্যবস্থা নেয়া হবে।

বাউফল উপজেলা একাডেমিক সুপারভাইজর ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরনবী বলেন, এ ঘটনা বিধিসম্মত নয়। আমরা আজই শুনলাম। মাদ্রাসা পরিদর্শন করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ