চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকের অর্থ জোগাড় করতে তিন মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দিয়েছেন মিরাজ হোসেন (২৮) নামের এক পাষণ্ড বাবা। মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
এ ঘটনায় শনিবার রাতে মিরাজকে গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে পাঠায় লোহাগাড়া থানা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উপজেলা সদরের জুনাবীরপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন মিরাজ।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুটির মা বলেন, ‘বিয়ের অনেক দিন পর জানতে পারি, আমার স্বামী মাদকাসক্ত। আমি সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই সন্তানকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়ে আসছিল সে। পরে সত্যি সত্যি বিক্রি করে দেয়।’
এর আগে শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মাদকের টাকা জোগাড় করতে শিশুটিকে এক ব্যক্তির কাছে বিক্রি করেন মিরাজ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।