শিরোনাম
আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল দেবীগঞ্জে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় চিকিৎসাধীন মৃত্যু অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয় : অন্তর্বর্তী সরকার আলেম ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: চরমোনাই পির নিজেদের নির্দোষ দাবি করলেন ক্রিকেটার নাসির-তামিমা ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে মিডফোর্ডে হত্যাকাণ্ডের শিকার সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি মাছ কেনা নিয়ে আগারগাঁওয়ে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হাসিনার উচ্চারিত ‘রাজাকার’ শব্দই হয়ে ওঠে তার পতনের সূচনার স্লোগান
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

মাছ কেনা নিয়ে আগারগাঁওয়ে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রাজধানী ঢাকার আগারগাঁওয়ের বিএনপি বাজারে মাছ কেনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহাদাত হোসেন নামে এক ছাত্র বাজারে মাছ কিনতে আসেন। এ সময় নয়ন নামে এক মাছ ব্যবসায়ীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, দোকানদার শাহাদাতের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রতিবাদ জানালে পাশের আরেক ব্যবসায়ী বাবুর সঙ্গে তর্ক-বিতর্ক শাহদাতের। পরে রাত ১০টার দিকে শাহাদাত ক্যাম্পাসে থেকে ৩০–৪০ জন সহপাঠী নিয়ে বাজারে ফিরে আসেন।

এ সময় শিক্ষার্থীরা মাছ দোকানী বাবুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্যান্য ব্যবসায়ীরা বাধা দেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তখন ব্যবসায়ীদের হামলায় শাহাদাত ও আতিক নামে দুই শিক্ষার্থী আহত হন।

সংঘর্ষের সময় মাহমুদুল নামে এক শিক্ষার্থীকে বাজার সমিতির অফিস কক্ষে আটকে রাখে ব্যবসায়ীরা। অন্যদিকে, মারধরের শিকার হয়ে গুরুতর আহত শাহাদাতকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর আতিক নামে আহত আরেক শিক্ষার্থীকে পঙ্গু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাহমুদুল নামে এক শিক্ষার্থীকে আটকে রাখার সংবাদে শেরে বাংলা নগর থানা পুলিশ ওই শিক্ষার্থীকে বাজারের ভেতর বের করে নিয়ে আসে। পরে এমন সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে কয়েকশো শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে বাজারে মাছ বাজারসহ আশপাশের মুদি দোকান ও বাজার কমিটির অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। বাজারের ব্যবসায়ীদের একাংশ অভিযোগ, শিক্ষার্থীরা গণহারে দোকানপাটে ভাঙচুর করেছে।

পুলিশ জানিয়েছে, বাজারে মাছ ব্যবসায়ীদের হামলায় দুই শিক্ষার্থী আহতের ঘটনার কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল রাত দেড়টার দিকে একটি মামলা দায়ের করেছেন।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, “কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি শান্ত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ