তৃতীয় শ্রেণিতে পড়া ভাগনি ফাতেমাকে হারিয়ে বিলাপ করছেন মামা লিয়ন মীর। ফেসবুক লাইভে এসে নিজেই ভাগনির মৃত্যুর খবর জানিয়ে পরিবারের সদস্যদের সহায়তা চেয়েছেন তিনি।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। এসময় ক্লাস চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ফাতেমাসহ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনার পর তৃতীয় শ্রেণি বাংলা ভার্সনে পড়া ফাতেমাকে খুঁজে পাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা। পরে লিয়ন ফেসবুক লাইভে প্রথমে সহায়তা চান। অনেকে ফেসবুকে বিষয়টি জানিয়ে পোস্ট করেন।
কিছুক্ষণ পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গের সামনে থেকে আরেকটি লাইভে এসে জানান তার ভাগনি আর বেঁচে নেই।
বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আমার বাচ্চাটা মরে গেছে, আমাদের সিএমএইচ থেকে নিয়ে যান।’
লিয়ন মীর বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। বিষয়টি জানতে বৈশাখী টেলিভিশনের বার্তাকক্ষে ফোন দিলে জানানো হয়, লিয়ন মীরের ভাগনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন।