ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় আগামীকাল দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি।
সোমবার (২১ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল রাষ্ট্রীয় শোক উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।