শিরোনাম
ডিআইজির কাছে রংপুর রিপোর্টার্স ক্লাবের স্মারকলিপি গোবিন্দগঞ্জে সরকারি ১শ’১৯ বস্তা চালসহ বিএনপি নেতা সাবু গ্রেপ্তার রংপুরে শিশুদের ঝগড়া ঘিরে উত্তেজনা, বসতবাড়ি ভাঙচুর ও দুজনকে কুপিয়ে জখম চাঁদা না পেয়ে কাজে বাঁধা : চেয়ারম্যান-বিএনপি নেতার সঙ্গেও উচ্চবাচ্য বিএনপির ওয়ার্ড নেতার  খালেদা জিয়া ভালো আছেন, জাতির প্রয়োজনে নেতৃত্বও দেবেন: ডা. জাহিদ হিলিতে বিচার দাবীতে এলাকাবাসী মানববন্ধন,বিক্ষোভ  অনুষ্ঠিত  খালেদা জিয়ার ভাগনে তুহিনকে মুক্তি না দিলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার আইন কার্যকর: আসিফ নজরুল খালেদা জিয়া দেশে ফেরায় ‘আনন্দিত’ জিএম কাদের, বললেন প্রত্যাশার কথা ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করায় রংপুরে প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

সাম্প্রতিক সময়ে ভারতে পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটুক্তি করেন মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ। সেই কটুক্তিকে সমর্থন করেন বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী আন্দোলন রংপুরের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর লালবাগ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খামার মোড়, বীকন মোড়, চারতলা মোড়, শাপলা চত্বর,গ্রান্ড হোটেল মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে ‘তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা’ ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’ ‘ভারতের দালালেরা হুশিয়ার সাবধান’
‘বিচার চাই বিচার চাই, রামগিরি-নিতশের বিচার চাই’ ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’ সহ বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ, সাজ্জাদ হোসেন,মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, নাহিদ হাসান খন্দকার, মো: হামিম মুনতাসির অহন, ইমতিয়াজ ইমতি, আলী হোসাইন সাইফ,রিফাত হাসান প্রমুখ।

বক্তারা বলেন, যেকোনো ধর্মের মনিষীদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ। ইসলাম ধর্মকেও ছোট করা হয়েছে। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার বিচারের দাবি করছি।

আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ (সা.)-কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, এজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো ধর্মের বিষয়ে এ ধরনের বাড়াবাড়ি কাম্য নয়।

বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ তার দেশের এক পুরোহিতের করা অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য সমর্থন করেছেন। মুসলমানের কাছে প্রিয়নবীর সম্মান নিজের জীবনের চেয়েও মূল্যবান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশ থেকে সরকারিভাবে নিন্দা জানানোর দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার যেন তাদের বিরুদ্ধে নিন্দা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ