শিরোনাম
আগামী ২৪ ঘণ্টার মধ্যে শামীম হায়দার পাটোয়ারী এবং জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে’ ত্রয়োদশ নির্বাচন: রোববার শুরু পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ রংপুরসহ দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী পাটগ্রামের বাউরায় পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান আমরা আ.লীগ ও শেখ হাসিনাকে চাই না, চাই শুধু জয় বাংলা ও বঙ্গবন্ধুকে : কাদের সিদ্দিকী পবিত্র ঈদ -ই- মিলাদুন্নবী (সা:) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষ্যে পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মালিক, আমরা জমিদার : জামায়াত নেতা
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

মসজিদের সামনে থেকে হারালেন গাভি বিক্রির টাকায় কেনা ভ্যান, চোখে জল জাকিরের

ডেস্ক রিপোর্ট / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

গাভী বিক্রি করে সংসারের ভরসা হিসেবে কিস্তিতে একটি ব্যাটারিচালিত ভ্যান কিনেছিলেন জাকির হোসেন। সেই ভ্যান চালিয়েই চলছিল কিন্তু বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে ফিরে এসে দেখেন জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি আর নেই। মুহূর্তেই যেন ভেঙে পড়ে তার সমস্ত স্বপ্ন।

জাকির হোসেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগবরুণা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কর্ণঝোড়া বাজার জামে মসজিদে নামাজ শেষে বের হয়ে এসে জাকির হোসেন ভ্যানটি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভ্যানটির পেছনে লেখা নম্বরে ফোন দিয়ে একটি চক্র ২০ হাজার টাকা দাবি করেছিল বলেও জানা গেছে, তবে পরে আর কোনো যোগাযোগ করেনি।

কান্নাজড়িত কণ্ঠে জাকির হোসেন বলেন, ‘গাভী বিক্রির ৪০ হাজার টাকা দিয়ে নগদ দিয়েছিলাম, বাকিটা কিস্তিতে ৯৬ হাজার টাকায় ভ্যানটি কিনেছিলাম। প্রতিদিন এই ভ্যান চালিয়েই সংসার আর কিস্তি চালাতাম। এখনো প্রায় ১০ হাজার টাকা বাকি আছে। ভ্যানটি ছাড়া সংসার কিভাবে চালাবো, কিছুই বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘বুধবার বিকেলে দুই যাত্রীকে নামিয়ে দ্রুত মসজিদে নামাজ পড়তে যাই। কিন্তু নামাজ শেষে ফিরে এসে ভ্যান আর খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি কোনো সন্ধান।

এ ঘটনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত চলছে।’ এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ জাকির হোসেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ