শিরোনাম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ; আহত ১৫ আপনারা এখনো ক্ষমা চাননি। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন নাগেশ্বরীতে চেতনানাশক খাইয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ সাগরপাড়ে বসে দেশ, দল ও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী মিঠাপুকুরে মাদ্রাসার সুপারকে অবরুদ্ধ , অর্ধ কোটি টাকার প্রতারণার অভিযোগ খানসামায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ৩ আসামি আদালতে প্রেরণ রংপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড ঢাবিতে শিবিরের প্রদর্শনীতে আবারও বসল সাঈদীর ছবি, তবে এবার আবু সাঈদ-ওয়াসিমের স্ট্যাটাসে শিক্ষকদের জন্য ‘মাহেরীন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালু করছে সরকার
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে গালিগালাজ, যুবদলের দুই নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মানিকগঞ্জের সিংগাইর থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে যুবদলের স্থানীয় দুই নেতা মদ্যপ অবস্থায় থানায় গিয়ে ওই আসামিকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ এবং গালিগালাজ করেন। পরে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার (৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জের সিংগাইর থানায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবদল নেতারা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৬)।

সিংগাইর থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা পুলিশ। এ ঘটনায় রাত ৯টার দিকে মদ পান করে যুবদলের স্থানীয় ওই দুই নেতা থানায় গিয়ে পুলিশ সদস্যদের আসামিকে ছেড়ে দিতে বলেন। এ সময় তারা পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করতে থাকেন। পরে পুলিশ মদ্যপ অবস্থায় তাদের আটক করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের পেট থেকে অ্যালকোহল বের করা হয়।

এ ব্যাপারে সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি থানায় আসেন। এরপর তারা এজাহারভুক্ত এক আসামিকে ছাড়ার অনুরোধ করেন। এ সময় পুলিশ সদস্যদের গালিগালাজ করেন তারা। পরে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ তাদেরকে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, বিষয়টি জেনেছি। তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়া গেলে যুবদলের ওই দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ