শিরোনাম
জামায়াতে ইসলামী ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে: তাহের সুমন খানসামায় একই পরিবারে দুই প্রতিবন্ধী; বৃদ্ধ বাবা-মায়ের মানবেতর জীবন ফিরে দেখা ২ আগষ্ট; রংপুরে আন্দোলনে একসাথে নেমেছিলেন শিক্ষক-অভিভাবকেরা লন্ডনে লোকাল বাসের সাধারণ যাত্রী তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি; চাঁদার টাকায় কেনা অপুর মোটরসাইকেল উদ্ধার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা বিএনপি নেতা পঞ্চগড়ে ৯ জনকে পুশ ইন করল বিএসএফ ঠাকুরগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র : মাহফুজ প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে বিএনপি: মির্জা আব্বাস
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

মুক্তিযোদ্ধার তালিকায় রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত থাকায় ক্ষোভ প্রকাশ করে তালিকা কলঙ্কমুক্ত করার আহ্বান জানিয়েছেন দিনাজপুরের মুক্তিযোদ্ধারা।

শনিবার (২৪ মে) সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী নুরুজ্জামান বীর উত্তম-এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ দাবি জানান তারা।

হ্রদয় মুক্তিযোদ্ধা ৭১’ ব্যানারে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল হক ছুটু। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, মেজর (অব.) আব্দুল কায়ুম, সাবেক কমান্ডার মকসেদ আলী মঙ্গলিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এখনো প্রকৃত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি বাতিল করে প্রাপ্ত অর্থ আদায় করতে হবে।’

তারা আরও বলেন, ‘মিথ্যা তথ্য দিয়ে যারা মুক্তিযোদ্ধার সুবিধা নিয়েছেন, তাদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে।’

সমাবেশে বক্তারা ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

স্মরণসভার আগে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা হাতে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশন করেন। অত্র জেলার ১৩ উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা এই সমাবেশে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ