শিরোনাম
‘আমার ভোট আমি দেব, এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না’ বিএনপি নেতার ভিডিও ভাইরালে বিব্রত তৃণমূল লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাব ১৩ এর অভিযানে ২১১ বোতল ফেন্সিডিল, ১২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার; গ্রেফতার ২ দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু: চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ জামায়াতের শিবিরের প্যানেলে নারীসহ সব ধর্মের শিক্ষার্থী থাকবে: শিবির সভাপতি রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় খুলে গেল ট্রাকের ৪ চাকা, চালকের সহকারী নিহত হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ওয়েবসাইট উদ্বোধন মিঠাপুকুরে গ্রেফতার এড়াতে পলাতক অধ্যক্ষ,স্থবির পাঠদান আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব কালীগঞ্জে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও তামাক ক্রাশঃ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

ভারতে ৯০ বাংলাদেশিকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ : / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধভাবে স্থায়ী বসবাসের চেষ্টার অভিযোগে এবার উত্তরপ্রদেশের তীর্থ শহর থেকে ৯০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মোট ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী ও ২৮ জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্ধানে উত্তরপ্রদেশ জুড়ে অভিযান শুরু হলে রাজ্যটির মথুরা জেলা থেকে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৯০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। নৌঝিল থানার সীমানার খাজপুর গ্রামের স্থানীয় ইটভাটা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মথুরা জেলার এসএসপি শ্লোক কুমার বলেন, এমনই একটি অভিযানের সময়, পুলিশ স্থানীয় কিছু ইটভাটায় তল্লাশি চালায়। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় সেখানে কর্মরত বহু বাংলাদেশি নাগরিক। জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। তারা সকলেই ভারতে অবৈধভাবে বসবাসকারী। নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকারও করেছে তারা।

এসএসপি আরও জানান, পুলিশ তাদের যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। তাদের কাজের ঠিকাদার এবং অন্যান্য সহযোগীদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

এদিকে উত্তর প্রদেশের পাশাপাশি দিল্লিতেও পুলিশের হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশি। ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিসহ ২৮ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাদেরকে বিতাড়িত করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই ২৮ বিদেশির মধ্যে ১২ জন নাইজেরিয়ার, ১৫ জন বাংলাদেশের এবং একজন আইভরি কোস্টের নাগরিক।

ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি আদিত্য গৌতম জানান এই বাংলাদেশিরা প্রত্যেকেই অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করে। পরবর্তীতে রাজ্যটির কোচবিহার জেলা থেকে ট্রেনে করে দিল্লিতে আসে এবং হরিয়ানার খারখোদা এলাকায় ইটভাটায় কাজ নেয়। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদেরকে দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে তদন্তকারী কর্মকর্তারা।

উত্তরপ্রদেশ দিল্লি ছাড়াও পশ্চিমবঙ্গেও শুক্র ও শনিবার অবৈধ অনুপ্রবেশ ও স্থায়ী বসবাসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একাধিক বাংলাদেশিকে। প্রসঙ্গত, ভারতজুড়ে বাংলাদেশ ও পাকিস্তানী নাগরিকদের খোঁজে চলছে জোর তল্লাশি অভিযান। অনুপ্রবেশকারীদের বিষয়ে আরও বেশি সতর্ক ভারত সরকার। পহেলগাঁও এর ঘটনার পরপরই ভারতে থাকা সব পাকিস্থানি নাগরিকদের দেশ ছাড়তে নির্দেশ দেয় ভারত সরকার। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যের পুলিশ ও সীমান্ত রক্ষা বাহিনী তৎপর অবৈধভাবে প্রবেশ করা পাকিস্থানি ও বাংলাদেশীদের ধরতেও নির্দেশ দেয় সরকার।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের মধ্যে এই রাজ্যই প্রথম যারা যেখানে বসবাসকারী ১০০ শতাংশ পাকিস্তানী নাগরিকদেরকে নিজেদের দেশে ফেরত পাঠিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই এ বিষয়টি দেখভাল করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ