ভারতের রাজস্থান রাজ্যের চুরু জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি ও এএনআই জানিয়েছে।
প্রতিরক্ষা সূত্রের বরাতে জানানো হয়েছে, রতনগড় জেলার ভানুদা গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়, যুদ্ধবিমানটি কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছিল কি না, নাকি এটি ছিল প্রশিক্ষণ উড়ান। রাজস্থানে বিমান বাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে যোধপুর ও বিকানের উল্লেখযোগ্য।
এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে গুজরাটের জামনগরের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার বিধ্বস্ত হয়েছিল। পুনরায় এমন দুর্ঘটনায় বিমান বাহিনীর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।