শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম

ডেস্ক রিপোর্ট / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ভারতের আধিপত্য রুখে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এই সরকারের প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নেই। ভারততে ধমক দেওয়ার জন্য ও তাদের ঠেকাতে হলে বিএনপিকে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে। বিএনপি ছাড়া টুপি রক্ষা করার কেউ নেই।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে পাবনার ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে মাঠে পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান জাফির তুহিনকে উদ্দেশ করে আব্দুস সালাম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আপনাদের ওপর আজকে দিয়ে গেলাম। তুহিন পাবনা-৩ আসনে নিতে আসেনি। তিনি দিতে এসেছেন। তুহিন অত্যন্ত সৎ ও দক্ষ সংগঠক। টেকনাফ থেকে তেঁতুলিয়ার কৃষকদের সংগঠিত করতে দলের দুঃসময়ে তিনি নিরলসভাবে কাজ করেছেন। দলের জন্য জীবন কিন্তু বিপন্ন হয়েছে তার। আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সাংসদে পাঠাতে হবে।

তিনি বলেন, দেশে সংকট কিন্তু কাটেনি, ফ্যাসিস্ট হাসিনা সীমানার ওপারে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপিকে কেউ ক্ষতি করতে পারবে না। জনগণ বিএনপির পক্ষে আছে। গত ১৫ বছর নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি, ব্যবসা ধ্বংস হয়েছে, তবুও দেশ ছেড়ে যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ