শিরোনাম
ডিআইজির কাছে রংপুর রিপোর্টার্স ক্লাবের স্মারকলিপি গোবিন্দগঞ্জে সরকারি ১শ’১৯ বস্তা চালসহ বিএনপি নেতা সাবু গ্রেপ্তার রংপুরে শিশুদের ঝগড়া ঘিরে উত্তেজনা, বসতবাড়ি ভাঙচুর ও দুজনকে কুপিয়ে জখম চাঁদা না পেয়ে কাজে বাঁধা : চেয়ারম্যান-বিএনপি নেতার সঙ্গেও উচ্চবাচ্য বিএনপির ওয়ার্ড নেতার  খালেদা জিয়া ভালো আছেন, জাতির প্রয়োজনে নেতৃত্বও দেবেন: ডা. জাহিদ হিলিতে বিচার দাবীতে এলাকাবাসী মানববন্ধন,বিক্ষোভ  অনুষ্ঠিত  খালেদা জিয়ার ভাগনে তুহিনকে মুক্তি না দিলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার আইন কার্যকর: আসিফ নজরুল খালেদা জিয়া দেশে ফেরায় ‘আনন্দিত’ জিএম কাদের, বললেন প্রত্যাশার কথা ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
বুধবার, ০৭ মে ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

ভারতের অভ্যন্তরে বিএসএফ-বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

ডেস্ক নিউজ / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদ্যোগে ভারতের কৃষ্ণনগর ক্যাম্পে বিএসএফ সেক্টরের উদ্যোগে বিএসএফ-বিজিবির সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্তে ভারতের অভ্যন্তরে কৃষ্ণনগরে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিজিবি এবং বিএসএফ উভয় বাহিনী তাদের নিজস্ব দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরাপদ সীমান্ত নিশ্চিতের পাশাপাশি সীমান্তের জনগণের নিরাপদ ও সুন্দর জীবনযাত্রা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে দুই দেশের সীমান্তের চলমান সমস্যা, সীমান্তে হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি না চালানো এবং যৌথভাবে কাজ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এই বৈঠকটি দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বৈঠক শেষে, উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে উপহার বিনিময় করা হয়। এই বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআই শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবির ৫৮ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমেদ, কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা। অপরদিকে বিএসএফের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কম্পানি কমান্ডার ভিতাশী ও কম্পানি কমান্ডার ভিড পালসহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় দিকে বাংলাদেশে ফিরে আসেন বিজিবি কর্মকর্তারারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ