শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধ ও বৃহস্পতিবারের সকল পরীক্ষা স্থগিত থাকবে আহত বাচ্চাগুলোকে প্রয়োজনে এয়ার এ্যাম্বুল্যান্সযোগে দিল্লি আনা হোক উদ্বোধনের চার বছরেও চালু হয়নি খানসামার ২০ শয্যার হাসপাতাল, নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত স্থানীয়রা মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত মিঠাপুকুরে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে খরস্রোতা মানাস নদী আজ বর্ষা মৌসুুমেও পানি শুন্য। বাবার কপালে চুমু খেয়ে ক্লাসে যেত হুমায়রা, মেয়ের কফিনে চুমু দিয়ে বিদায় দিলেন বাবা সিও বাজারে গ্যাস পাম্প বিস্ফোরণ; দুটি কারণ অনুসন্ধান করেছে বিস্ফোরক পরিদপ্তর মাইলস্টোন ট্রাজেডি; হতাহতের জন্য বেরোবিতে বিশেষ দোয়া
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

বোরকা পড়ে দেয়াল টপকাইয়া পালাতে হবে’

ডেস্ক রিপোর্ট / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সমন্বয়ক আশিকুর রহমান আশিক ছাত্র রাজনীতি চাওয়া শিক্ষার্থীদের ‘বোরকা পড়ে দেয়াল টপকাইয়া পালাতে হবে’ বলে হুমকি দিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে তিনি এই হুমকি দেন। তিনি পোস্টে উল্লেখ করেন, ‘রাজনীতি বন্ধ চাওয়াতে নাকি নব্য কিছু কুরুত বাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে।

তারা নাকি বলতেছে কিছু দিন পরে তারা ক্ষমতায় আসলে তাদের দেখে নেবে, তাদের ক্যাম্পাস এ ঢুকতে দেবে না। এই বিপ্লবের পরও দেখতেছি সব এক। মুদ্রার এপিঠ ওপিঠ।

এসব নব্য রাজনীতিবিদদের উদ্দেশে বলছি, বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর গায়ে ফুলের টোকা পড়লে আপনাদের অবস্থা পোমেল, টগর, কুরুত বাবুলের মতো হবে। বোরকা পড়ে মেয়েদের হলের দেয়াল টপকাইয়া পালাতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুরবৃত্তিক রাজনীতি এর কোন স্থান হবে না। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই।’

ছাত্র নেতা লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জহির রায়হান বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্রদল প্রকাশ্যে সকল ক্যাম্পাসে রাজনীতি করেছি। আমরা ছাত্রদল বিগত সাড়ে ১৫ বছরে একটি দিনের জন্যও পরিচয় লুকিয়ে কোনো ক্যাম্পাসে প্রবেশ করিনি।

এ ছাত্রদল বিগত সাড়ে ১৫ বছরে একটি দিনের জন্যও ছাত্রলীগ কিংবা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলাইনি। আমার ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে আমাদের ভাইদের সরাসরি গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

তারপরও তার সহকর্মীরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে যায়নি। আমরা সেই ধরনের ফ্যাসিস্টদের মোকাবেলা করে, আজ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করি। আমরা ক্যাম্পাস থেকে পালাবো কেনো? আমরা তো শিক্ষার্থীদের নিয়েই রাজনীতি করব। পালাবে তারা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির করবে।’

এ ব্যাপারে বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, ‘নামধারী সমন্বয়কদের এমন পোস্ট ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। আমরা দেখি এরা বিগত সময়ে ছাত্রলীগের রাজনীতি করে এসেছে এখন ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের অনেক আগেই বয়কট করেছে। রাজনীতি করা এটা একজন মানুষের সাংবিধানিক অধিকার। এটা হরণ করার অধিকার কারও নেই। আমরা চাই প্রশাসন যাতে দ্রুত ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞা তুলে নেয়।

শিবির সভাপতি সুমন সরকার বলেন, ‘যিনি হুমকি দিয়ে পোস্ট দিয়েছেন, তিনিসহ কয়েকজনের ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এখন আবার তারাই গলাবাজি করছে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা অফিসের শাড়ি-চুড়ি রেখেছে তারা। কাজটি মোটেও ঠিক হয়নি।’

উল্লেখ্য, গত রোববার (২০ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র রাজনীতির অভিযোগ তুলে আশিকুর রহমান আশিক, শামসুর রহমান সুমন, আরমান হোসেন, বাংলাদেশ গঠনতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) রংপুর মহানগর সদস্য সচিব হাজিমুল হক ও রংপুর জেলা কমিটির মুখপাত্র রুম্মানুল ইসলাম রাজ প্রক্টর এবং ছাত্র উপদেষ্টার চেয়ারে শাড়ি-চুড়ি রাখেন।’

এ ঘটনার পরপরই শিক্ষকদের এবং নারীদের অবমাননার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে বেরোবি শাখা ছাত্রদল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষার্থীদের মিশ্রপ্রতিক্রিয়া দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ