বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গাসহ দেশের ৭টি জেলার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটির দায়িত্ব বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জামালপুর ও বরিশাল জেলা শাখা এবং সংশ্লিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটিগুলোর নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।
জেলার এসব কমিটি গঠিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বর মাসে। ছয় মাসের মেয়াদ শেষে ২০২৫ সালের এপ্রিল মাসে কমিটির কার্যকাল শেষ হয়। সংগঠন সূত্রে জানা গেছে, জেলা কমিটির পাশাপাশি উপজেলা কমিটিগুলোও স্থগিত করা হয়েছে।