শিরোনাম
রংপুরের পীরগাছায় পুকুরে বাস উল্টে নিহত ৩, আহত অর্ধশতাধিক রাত পোহালেই এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে এনসিপির কার্যালয়ে সামনে আবারও ককটেল বিস্ফোরণ প্রতীক হিসেবে থাকছে না শাপলা, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পঞ্চগড়ে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কারের পর আরও চার নেতাকে শোকজ ফেনী-কুমিল্লায় রাতেই বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা রোদ পোহানোর সময় ড্রোনের টার্গেট হতে পারেন ট্রাম্প, ইরানি কর্মকর্তার হুঁশিয়ারি একবার সুযোগ দিন, ফেল করলে দ্বিতীয়বার চাইবো না : ফয়জুল করিম বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত রংপুরে আরোগ্য ক্লিনিকে অভিযান, ওটি সিলগালা ও জরিমানা
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

বেরোবি ছাত্রশিবিরের নতুন সভাপতি সুমন, সেক্রেটারি রাকিব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। এতে মো. সুমন সরকারকে সভাপতি ও আব্দুর রাকিব মুরাদ সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) দুপুর রংপুর মহানগরীতে দলীয় কার্যালয়ে এক জরুরি সদস্য সভা শেষে নির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়।

নতুন সভাপতি মো. সুমন সরকার বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া সেক্রেটারি আব্দুর রাকিব মুরাদ একই শিক্ষাবর্ষ ও ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। নতুন এই নেতৃত্ব চলতি বছরের বাকি মাসগুলো দায়িত্ব পালন করবে।

সভায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিছবাহুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

বেরোবি শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. সুমন সরকারকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পরে তাকে দলের সাংবিধানিক শপথ পাঠ করানো হয়। এছাড়া সদস্যদের পরামর্শে আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি।

এর আগের কমিটিতে সুমন সরকার বেরোবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও আব্দুর রাকিব মুরাদ সাবেক অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ