শিরোনাম
মামলা দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কারাগারে থাকা খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে আটক এক যুবক আজকে একটি পক্ষ আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি করছে : সাদেক কায়েম কাউনিয়ায় পলাশ মেম্বারের কাছ থেকে টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা পঞ্চগড়ে রাস্তার অনিয়ম অস্বীকার; এলজিইডি কর্মকর্তাকে গণপিটুনি রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার  ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী লিজা তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন: সাদিক কায়েম যাদের অ্যানড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন : উসমান হাদী কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, বিপাকে ব্যবসায়ী পরিবার
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

বেরোবিতে ‘কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ জুন, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রায় অ্যাডভান্সড রিসার্চের বড় ভূমিকা রয়েছে। যথাযথ মূল্যায়নের মাধ্যমে কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনের উপর অ্যাডভান্সড রিসার্চ করতে পারলে বিজ্ঞানের নতুন দিক উন্মোচিত হবে।

কর্মশালায় সম্মানিত অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামুল্লাহ । তিনি বলেন, মেডিকেল ও বিজ্ঞানের অন্যান্য শাখায় কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে উচ্চ ধারণ ক্ষমতার কম্পিউটার কম থাকায় কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন নিয়ে গবেষণা অনেকটাই চ্যালেঞ্জ বটে। তবে এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনের সদিচ্ছা থাকলে অ্যাডভান্স রিসার্চে ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

এছাড়াও কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কাশফিয়া আজাদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিবের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ। প্রশিক্ষণ কর্মশালায় রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ