মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার বাসার একাল-সেকাল

ডেস্ক নিউজ : / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি ভাইরাল হয়েছে। ছবি দুটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনের। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, বালুর ট্রাক দিয়ে পথরোধ করে রাখা হয়েছে। অন্যটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

বালুর ট্রাকের ছবিটি ২০১৩ সালের ২৯ ডিসেম্বরের। আর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার ছবিটি আজ ৬ মে ২০২৫ এর। ছবি দুটি শেয়ার করছেন অনেকেই এবং তাতে মন্তব্যও পড়ছে অনেক।

শাহীন পারভেজ অজান্ত লিখেছেন, ‘গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার একাল সেকাল এর দুটি ছবি! এই ছবি প্রমাণ করে ক্ষমতা কারোরই দীর্ঘস্থায়ী নয়।

এই ছবি থেকে যদি আমাদের ফেরাউন মার্কা রাজনীতিবিদরা একটু শিক্ষা গ্রহণ করেন। তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতির জন্য কল্যানকর হবে। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্চিত করেন।’

তারিখ উল্লেখ করে মোশাররফ হোসাইন লিখেছেন, ‘সেকাল-একাল, বালুর ট্রাকে অবরুদ্ধ বেগম খালেদা জিয়া।

২৯ ডিসেম্বর ২০১৩। বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ০৬ মে ২০২৫।’

মো. জুবায়ের ইবনে কামার লিখেছেন, ‘খালেদার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে পথ রোধ করে রেখেছিল আওয়ামী লীগ। আজ চিকিৎসা শেষে দেশে ফেরার পর খালেদা জিয়ার বাসার সামনে কয়েক স্তরের নিরাপত্তা।

মো. জনি মিয়া লিখেছেন, ‘এটাই ক্ষমতা এটাই এই দেশের রাজনীতি। আজ অমুক কাল তমুক।’ আনিকা তাবাস্সুম সরওয়ার লিখেছেন, ‘বিবর্তন। ‘আসাদুজ্জামান আসাদ, হাসনাত শিকদার, মো. শামীম পারভেজ, মুহাম্মদ নাঈম, কেএম খাইরুর বাশারসহ আরও অনেকেই ছবিদুটি শেয়ার করেছেন।

প্রসঙ্গত, লন্ডনে চার মাস চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া আজ দেশে ফিরলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এসেছেন তাঁর দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। জোবাইদা রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ