দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এর উপর রয়েছে ময়লা পানি জমে থাকা ভয়াবহ জলাবদ্ধতা।
এই দুর্ভোগের দ্রুত সমাধানের দাবিতে রোববার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কবিরাজহাট অংশে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ এলাকাবাসী।
ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে উভয় দিকেই সৃষ্টি হয় তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকেরা।
অবশেষে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এবং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নোংরা পানির দুর্গন্ধে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী, রোগী ও পথচারীদের। তারা অবিলম্বে রাস্তাটি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।