শিরোনাম
ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক জুলাই হত্যা মামলায় কারাগারে কক্সবাজার সফরে এসে হটাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে ঢাকায় চাঁদা না পেয়ে প্রবাসীর কবজি কাটল কিশোরগ্যাং এর সন্ত্রাসীরা ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পড়ে থাকতে হবে: নাসিরুদ্দিন পাটওয়ারী জাতীয় দলে অভিষেকের আগেই কোচ হলেন আকবার নবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত  আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসিনি।’ কক্সবাজার যাওয়া এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার বগুড়ার গাবতলীতে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

বিস্ফোরক মামলায় এ্যানীসহ বিএনপির ৯ নেতা খালাস

ডেস্ক রিপোর্ট / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

রাজধানীর সুত্রাপুর থানার বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ নয়জনকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (১৬ জুন) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায়, রায়ে তাদের খালাস দেন আদালত।

খালাস পাওয়া অন্য নেতারা হলেন- স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, বিএনপি নেতা কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার ও মো. সালাউদ্দিন।

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্যায় থেকে আসামিদের খালাস দিয়েছেন আদালত। এ মামলা চলার মতো কোন উপাদান না থাকায়, এ পর্যায়ে মামলাটি রায়ের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১০ নভেম্বর ১৮ দলের ডাকা হরতাল চলাকালে রাজধানীর সূত্রাপুর থানাধীন এলাকায় একটি লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে ওই গাড়ির পাঁচজন দগ্ধ হন। এ ঘটনার পরদিন ১১ নভেম্বর তৎকালীন পুলিশ উপ-পরিদর্শক নয়ন ফারকুন বাদী হয়ে বিস্ফোরক আইনে সূত্রাপুর থানায় মামলা করেন। মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ২১ মে ডিবি পুলিশের পরিদর্শক আনোয়ার আলম আজাদ আদালতে চার্জশিট দাখিল করেন।

সাদেক হোসেন খোকা মারা যাওয়ায়, তাকে আগেই মামলা থেকে অব্যাহতি প্রদান করেন আদালত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ