দিনাজপুরের বিরামপুরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত একটি প্রাইভেট কার উদ্ধার করেছে এবং গাড়িটি বিক্রির চেষ্টা করা পাঁচজনকে আটক করেছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার কলেজ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—বিরামপুর পৌর এলাকার শিমুলতলী গড়েরপাড় গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুল (৫৩)। এছাড়া আটক হয়েছেন আবু হোসেন মোস্তফা কামাল অনিক (২৯), শাখাওয়াত হোসেন (৫২), কামরুল (৪১) এবং মাসুদ রানা শুভ (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার গাজীপুরের রূপগঞ্জ উপজেলা থেকে গাড়িটি ছিনতাই করা হয়েছিল। এরপর মালিক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার বিক্রির সময় বগুড়ার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন গাড়ি কিনতে আসেন। তবে তিনি বিআরটিএ’র মাধ্যমে মালিকানা যাচাই করে এবং প্রকৃত মালিকের সঙ্গে ফোনে কথা বলে বুঝতে পারেন গাড়িটি ছিনতাইকৃত।
মোয়াজ্জেম হোসেনের সতর্কতা অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার করে এবং সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, পুলিশ ছিনতাই চক্রে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে।