শিরোনাম
ঝলসানো ছোট্ট শরীরে পানি দিয়েছি আর কেঁদেছি’ নীলফামারীর জলঢাকায় নিজ এলাকায় মাহেরীন চৌধুরীর দাফন সম্পন্ন তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে বিএনপি-জামায়াতের প্রস্তাব, এনসিপিসহ অন্যান্য দলের ভিন্নমত নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে নিশ্চিন্তপুরে জনবহুল রাস্তার সংস্কার দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ: বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ আর্থিক সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টার পেজের পোস্ট সরিয়ে ফেলা হয়েছে কলেজের পেছনের গেট দিয়ে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা কালীগঞ্জে ৫ লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগে নিধন! সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ, আহত অন্তত ১৫ যাদের বাঁচিয়েছি তারাও আমার সন্তান বলেছিলেন মাহেরিন চৌধুরী
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, আহত ১৬৫

ডেস্ক রিপোর্ট / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোনে ভয়াবহ যুদ্ধ বিমান দুর্ঘটনার পর হতাহতের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত দুর্ঘটনায় আহত ও নিহতদের হালনাগাদ সংখ্যা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

আইএসপিআর জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন আহত, নিহত নেই।

বার্ন ইনস্টিটিউটে রয়েছে ৪৬ জন আহত এবং ১০ জন নিহত। ঢাকা মেডিক্যালে ভর্তি আছে ৩ জন আহত এবং ১ জন নিহত। ঢাকার সিএমএইচে রয়েছে ২৮ জন আহত এবং ১৬ জন নিহত। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় ভর্তি আছে ১৩ জন আহত এবং ২ জন নিহত।

উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন আহত এবং ১ জন নিহত। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে রয়েছে ১ জন আহত, নিহত নেই। শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ১ জন আহত, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আছেন ২ জন আহত এবং ১ জন নিহত এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন ৩ জন আহত, নিহত নেই।

এর আগে আজ সকালে ২৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু ছিল। এ ছাড়া একজন বিধ্বস্ত বিমানের পাইলট এবং অন্যজন শিক্ষিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ