শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

বিদেশি পিস্তলসহ সেনাবাহিনীর হাতে আটক বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (৪ জুলাই) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম খোকন মিয়া (৫৫)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুপি ইউনিয়ন চাঁনপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির সাধারণ সম্পাদক।

সেনাবাহিনীর কুমিল্লা আদর্শ সদর উপজেলার ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল। এ সময় অবৈধ ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তলসহ একজনকে আটক করা হয়। এ ছাড়া একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের সময় আলম (৫০) নামের এক ব্যক্তি পালিয়ে গেছেন। আটক খোকনকে অস্ত্রসহ কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আটককৃত বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ