চাঁদপুরের মতলবে দলীয় কর্মীর চাঁদাবাজির মামলায় আবদুল মান্নান লস্কর নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার ছেংগারচর বাজার এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। তার মুক্তির দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও ছেংগারচর পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জানা গেছে, আবদুল মান্নান লস্কর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য। তিনি ছেংগারচর বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। অন্যদিকে, মামলার বাদী বিএনপি কর্মী আহম্মদ উল্লাহ উপজেলার ঠাকুরচর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, কয়েক দিন আগে উপজেলার ঠাকুরচর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় বিএনপির কর্মী আহম্মদ উল্লাহ বাদী হয়ে আব্দুল মান্নান লস্করের বিরুদ্ধে মতলব উত্তর থানায় গতকাল সোমবার সন্ধ্যায় মারামারি ও চাঁদাবাজির আইনে মামলা করেন। মামলার পর জেলা ডিবি পুলিশের একটি দল গতকাল রাত নয়টার দিকে অভিযান চালিয়ে ছেংগারচর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি জেলার ডিবি কার্যালয়ে আছেন। তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।