শিরোনাম
তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি নীলফামারীর কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক ছাত্রদল নেতাদের ছবি বিকৃত করে অপপ্রচার করার অভিযোগ -দিনাজপুর প্রেসক্লাবে সম্মেলন বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি লোকের কর্মসংস্থান করবেন তারেক রহমান: টুকু সব ভুলে গেলেও কুরআন ভোলেননি সুন্দরগঞ্জের মানসিক ভারসাম্যহীন হাফেজ রাশিদুল কলকাতায় মেয়েসহ বাহার আটক, ছাড়া পেল হাসিনার সহযোগিতায় কক্সবাজারে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না: সারজিস আলম আমার স্ত্রী ৬ মাসের প্রেগন্যান্ট’, গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি লোকের কর্মসংস্থান করবেন তারেক রহমান: টুকু

ডেস্ক রিপোর্ট / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে বেকারদের খুবই সমস্যা। শিক্ষিত লোক ঠিকমতো চাকরি পায় না। আগামী নির্বাচনে বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, তাহলে দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর এলাকাবাসীর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ৩১ দফা জাতির সামনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উপস্থাপন করেছেন। তার মধ্যে ১টি দফাতে মেয়ে ও নারীদের কথা বলা হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ডটি মায়েদের নামে থাকবে। যাতে করে মা-বোনেরা সেই কার্ডের মাধ্যমে প্রতিমাসে একটি টাকা বা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে। সেটি দিয়ে যাতে সংসার চালাতে পারে সাহায্যে হয় এবং মায়েরা যাতে সংসারে সম্মানিত হয়। মূলত নারীদের সম্মান বৃদ্ধির জন্যেই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান।

এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ