বাংলাদেশে কুরআন ও সুন্নাহর বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘শরিয়তবিরোধী কোনো আইন এই দেশে কার্যকর হতে পারে না।’
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীতে বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে মাদরাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা চাই। তবে মাদরাসা শিক্ষাঙ্গনকে নির্দিষ্ট কোনো দলীয় রাজনীতির অঙ্গণে পরিণত করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘দেশের জনগণের ৯০ শতাংশের বেশি ইসলাম ধর্মাবলম্বী। ইসলামী দলগুলোর রাজনৈতিকভাবে না হলেও মানসিকভাবে একটি সমর্থন রয়েছে। তারা যেমন কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন মেনে নেয় না, আমরাও সেটাই বলি।’
আইন প্রণয়ন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সব মতাদর্শের মানুষের সঙ্গে আলোচনা করে যদি আইন প্রণয়ন করা হয়, তাহলে তা বাস্তবায়ন সহজ হয়। কিন্তু জনগণের বৃহৎ অংশের মতামতের বাইরে কোনো আইন হলে তা কার্যকর করা কঠিন হয়ে পড়ে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ইতোমধ্যে হেফাজতে ইসলামের নায়েব, হাটহাজারী মাদরাসার প্রতিনিধিত্বকারী ও শর্ষিনা পীরসহ আলিয়া ধারার প্রবীণ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে। তিনি বলেন, ‘উদ্দেশ্য একটাই সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে বিভেদহীনভাবে দেশ পরিচালনা করা।’