রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে দুষ্কৃতিকারীরা একটি ককটেল ছুড়ে মারে এবং দ্রুত নাইটেঙ্গেল মোড়ের দিকে পালিয়ে যায়।
বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর রাত ১০টা ৪৫ মিনিটে আবারো দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা চালানো হয়েছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।