শিরোনাম
যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল, পূর্ণ প্রস্তুতিতে ইরান মাদকবিরোধী অভিযানে গিয়ে অর্থ লুট, ডিবি হারুনের ভাইসহ ৩ কর্মকর্তা বরখাস্ত পরীক্ষা দিতে এসে ধরা খেলেন ছাত্রলীগ নেতা, পুলিশের কাছে হস্তান্তর জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারকে ২৫ কোটি টাকা দিবে বাংলাদেশ ব্যাংক যুদ্ধবিরতির মধ্যেই চীন থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেলো ইরান জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল নীলফামারীর জলঢাকায় এক কলেজেই তিন অধ্যক্ষ! সময় ভালো যাচ্ছে না, অনেকেই অনেক কথা বলছেন : মির্জা ফখরুল রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো ওসি শাহ আলমকে বদলি এবার নীলফামারীর ৪ মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আসাদুজ্জামান নূর
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

বিএনপি-আওয়ামী লীগ একই গাছের দুই ডাল : ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। মুদ্রার এপিঠ ওপিঠ। এরা ৭০-৭১ এর একই সাথের লোক।

‎মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, ব্যথাও লাগবে না। আমরা রাজপথে ছিলাম, কথা বলার দায়িত্বও আমাদের। যারা রাস্তায় ছিল কেবল তারা কথা বলবে, যারা ছিল না তারা থাকবে জেলখানায়।

চাঁদাবাজ-ধর্ষকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ধর্ষক-চাঁদাবাজদের সুযোগ দেওয়ার জন্য আন্দোলন করিনি। দেশটাকে মগের মুল্লুক ভাবার সুযোগ নেই। যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে রাখতে পারে, তারা চাঁদাবাজ-ধর্ষকদের সামনেও বুক উঁচা করে দাঁড়াবে।

ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতা দিয়ে জনগণ পরীক্ষা করেছে। বিএনপিকে ভোট দিয়ে পরীক্ষা করেছে।

তারা কেউই জনগণের জন্য কাজ করেনি। কাজ করেছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন। আমাদের ক্ষমতা দিয়ে দেখেন। আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনো দিন পরীক্ষা দিতে আসব না। চোর-ধর্ষকরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।

ইসলামী দল ক্ষমতায় গেলে অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, ইসলাম দুনিয়াতে এসেছেই গরিবদের উন্নয়ন করার জন্য। গরিবদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য। ইসলামী অর্থনীতি ছাড়া গরিবদের ভাগ্যের পরিবর্তন সম্ভব না। ইসলামী অর্থনীতি চালু হলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার ওপরে চলে যাবে।

বক্তব্য শেষে আগামী নির্বাচনে নাটোরের সংসদীয় আসনগুলোতে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ