বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। রানীপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ফয়সল আহমেদ সজল। তিনি তাঁর বক্তব্যে বিএনপিকে ‘জনগণের দল’ হিসেবে অভিহিত করে বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। এই সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি আমাদের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।
রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আনিসুর রহমান (লাকু) প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। এই কার্যক্রম তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথিদের মধ্যে মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রব্বানী বলেন, বিএনপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি গণতান্ত্রিক আন্দোলনের নাম। এই কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারবো।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার জোর দিয়ে বলেন, বিএনপিকে যারা দুঃসময়ে আগলে রেখেছে, তারাই এখন দলের মূল শক্তি। তাদের সঙ্গে নতুনদের যুক্ত করে আমরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে এগিয়ে যাব।
মোঃ ফজলুর রহমান বাদল ও মোঃ জাকির হোসেন খান উজ্জ্বল তাদের যৌথ বক্তব্যে ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে সক্রিয় ও প্রাণবন্ত রাখতে এমন কর্মসূচিকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন এবং এটি দলের রাজনৈতিক শক্তিকে আরও সুসংগঠিত করবে বলে মন্তব্য করেন।
রানীপুকুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন, আমাদের উদ্দেশ্য হলো রানীপুকুর ইউনিয়নে বিএনপিকে নতুনভাবে গড়ে তোলা এবং জনগণের অধিকার আদায়ে দলকে আরও শক্তিশালী করা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ২নং রানীপুকুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা। তিনি বলেন, এই সদস্য সংগ্রহ কর্মসূচি আমাদের নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলবে। আমরা বিশ্বাস করি, বিএনপি জনগণের শক্তিতেই আবারও আন্দোলনের মাঠে প্রমাণ করবে আমরা জনগণের জন্য আছি, থাকবো।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনের দাবি জানান। পুরো আয়োজনটি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উৎসাহ, উদ্দীপনা এবং দায়িত্বশীল অংশগ্রহণে একটি সফল ও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়।