শিরোনাম
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

পলকের ভগ্নিপতি গান গাইলেন বিএনপির মঞ্চে, কর্মীদের ক্ষোভ

ডেস্ক রিপোর্ট / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রাজশাহীতে বিএনপির সম্মেলন মঞ্চে গান পরিবেশন করেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। এতে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা।

প্রশ্ন উঠেছে বিএনপির জাসাসের শিল্পী কোথায়? রবিবার (১০ আগস্ট) নগরীর শাহ মখদুম ঈদগাহের কাছে অনুষ্ঠিত সম্মেলনে তিনি গান পরিবেশন করেন। এ নিয়ে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন অনেকে।

পলকের ভগ্নিপতি তুষারের বাড়ী রাজশাহী নগরীতে। তার শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। গৌরবের স্ত্রী সেতু এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফুফাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে ‘নগদ’-এ চাকরিও দিয়েছিলেন বলে জানা গেছে।

গৌরবের ফেসবুক প্রফাইলে দেখা যায়, পলকের সঙ্গে তার অসংখ্য ছবি রয়েছে। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর গৌরব একটি ছবি পোস্ট করেন, সেখানে তার নিজের ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘নৌকা মার্কায় ভোট দিন।’ ছবিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোগ্রামও রয়েছে। ২০১৯ সালের ৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী পলকের একটি ছবি পোস্ট করেছেন।

 

এই ছবির ক্যাপশনে তিনি পলককে নিয়ে লেখা একটি কবিতাও দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে পলকের পাশে ছবি তুলে পোস্ট করেছেন গৌরব

সাবেক প্রতিমন্ত্রী পলকও বিভিন্ন সময় গৌরবের মিউজিক ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তার স্ক্রিনশটও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন গৌরব। গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে ‘প্রগতিশীল পুলিশ কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে তার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন গৌরব।

রবিবার সকাল থেকে রাজশাহীর মাদরাসা ময়দানসংলগ্ন মাঠে নগর বিএনপির সম্মেলন অনুষ্ঠানে গৌরবকে গান পরিবেশন করতে দেখা যায়। তখনই অনেক নেতাকর্মীকে তাকে নিয়ে কানাঘুষা করতে দেখা যায়। নেতাকর্মীদের অনেকেই তাকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

গৌরবকে বিএনপির মঞ্চে দেখে ক্ষোভ প্রকাশ করেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসন জসিম উদ্দিন। তিনি কালের কণ্ঠকে বলেন, বিএনপির জাসাস নামে একটি সাংস্কৃতিক সংগঠন আছে, দেশে কি শিল্পীর অভাব? এটা খুবই দৃষ্টিকটু ব্যাপার যে বিএনপির মঞ্চে আওয়ামী লীগের একজন চিহ্নিত শিলপীকে দিয়ে গান গাওয়াতে হবে!

স্থানীয়রা জানায়, রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে গান পরিবেশন করছেন সাবেক ছাত্রলীগকর্মী ও সাবেক মন্ত্রী পলকের বোন জামাই গৌরব হোসেন। গৌরব হোসেন একজন কট্টর আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রচার-প্রচারণামূলক অনুষ্ঠানে দায়িত্বে ছিলেন তিনি।

বিএনপির কয়েকজন নেতা বলেন, গৌরবরা সবাই আওয়ামী লীগ। এভাবে তাকে দিয়ে গান পরিবেশন করিয়ে দলকে বিতর্কিত করা হচ্ছে।

এ ব্যাপারে গৌরবের বক্তব্য পাওয়া যায়নি। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশাও মোবাইল ফোনের কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ