চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাতজনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। এ ঘটনায় সাতজনকে আটকে করেছে পুলিশ। আহতদের মধ্যে রয়েছেন কামরুল, সোহবুল ইসলাম, জসিম উদ্দিন, রবিউল ইসলাম, রুহুল আমিন, দুরুল হুদা , রমেজ আলী, সাইফুল ইসলাম, আজিবুর ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকার গ্রামের বিএনপি নেতা কামরুলও সোহরুলের সঙ্গে রহনপুর পৌর এলাকার রহমতপাড়া মহল্লার মৃত টুনু মিয়ার ছেলে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মানিকের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে মানিক তার লোকজন নিয়ে উপস্থিত হন। একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হন উভয়পক্ষের অন্তত ৩০ জন।
অভিযুক্ত সাবেক কাউন্সিলর ফকরুল ইসলাম মানিক বলেন, গত বছর আমি বিরোধপুর্ণ জমির আদালতের মাধ্যমে রায় পেলেও জোরপুর্বক আমার জমি দখল করে রেখেছিল। আজ সকালে আমার কৃষকরা ধান লাগানোর জন্য জমিতে গেলে কামরুলের লোকজন হামলা চালায়। এ ঘটনার বিচার চাই।
আরেক অভিযুক্ত সোহরুল বলেন, জায়গা-জমির সীমানা নির্ধারণ না করেই দেয়াল নির্মাণ করতে আসে শওকত বেপারী। নিষেধ করার কারণে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করছি। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শহিদুল ইসলাম জানান, আহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে সাতজনকে রামেকে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে । পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।