শিরোনাম
নাহিদ-সারজিসদের মার্চ টু গোপালগঞ্জ ঘিরে নেতাকর্মীদের সতর্ক করল আওয়ামী লীগ আওয়ামীলীগকে পূর্নবাসনে মরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ  শেখ মুজিব সরল লোক ছিলেন বলে মাফ করে দিয়েছিলেন, নয়তো এদের অস্তিত্ব থাকত না : ফজলুর রহমান এবার জামায়াত নেতার হামলায় প্রাণ গেলো বিএনপি নেতার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপি, দিতে হবে আরও ডকুমেন্টস বিএনপির ১৬ বছরের আন্দোলনের পটভূমি চব্বিশের জুলাই: রিজভী ভারতে বসেই ওসিকে ‘দেখে নেওয়ার’ হুমকি, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে মাসুমকে স্বাভাবিক জীবনে ফেরাতে মায়ের আর্তনাত, হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসন 
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় গোলাম মুহিত চান (৪০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৬টায় পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে। গোলাম মুহিত চান ধুনট দক্ষিণ অফিসারপাড়ার মোহাম্মাদ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ১২ নভেম্বর হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীকে আসামি করা হয়।

এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা চালান। এ ঘটনায় ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথক এ দুটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গোলাম মুহিত চানকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ