শিরোনাম
গাইবান্ধায় পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে শিবিরকর্মী নিহত, ওসিকে গ্রেপ্তারের দাবি শহীদদের আবাসন প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ৪৫ গুণ বেশি আওয়ামী লীগ জন্মগতভাবেই ইসলাম বিদ্বেষী: এটিএম আজহারুল ইসলাম ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ ঘোষণা করে কয়লা রফতানি বন্ধ কলম্বিয়ার বীরগঞ্জে সড়কের বেহাল দশা ও জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার মাত্র ৫ মাসে কোরআনের হাফেজ হলেন আট বছরের তানভীর চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি আপনি দয়া করে সুষ্ঠু একটি নির্বাচন দিন, বিদায় নেন- জাতিকে বাঁচান: ড. ইউনূসকে আনিস আলমগীর বিএনপির আয়ে সুবাতাস, এক বছরে আয় বেড়ে হয়েছে ১৫ কোটি জুলাই আহতদেরকে দেখতে প্রতি শনিবার সিএমএইচে যান সেনাপ্রধান’: সারজিস আলম
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

বিএনপির আয়ে সুবাতাস, এক বছরে আয় বেড়ে হয়েছে ১৫ কোটি

ডেস্ক রিপোর্ট / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

২০২২ সালে বিএনপির আয় হয়েছিল ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। ২০২৩ সালে দলটির আয় ছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। ২০২৪ সালের অর্থবছরে দলটির আয় বেড়ে হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা।

আগের বছরের তুলনায় আয় ও ব্যয় দুটোই বেড়েছে বিএনপির। ২০২৪ সালের অর্থবছরে বিএনপির আয় বেড়ে হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। ২০২৩ সালের অর্থবছরে দলটির আয় ছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। ব্যয় ছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই অডিট প্রতিবেদন জমা দেয় বিএনপি। এসময় উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, জাতীয় নির্বাহী কমিটির চাঁদা, পুস্তক বিক্রি ও অনুদানে দলের এই পরিমাণ টাকা আয় হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন ফ্যাসিবাদের হতিয়ার হয়ে উঠেছিল। সেসব নিয়ে প্রতিবাদ জানালেই বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হত। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে ভোট করবে।’ অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন আয়জনে প্রয়োজনীয় কাজ ইসি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ফ্যাসিবাদের দোসরা বসে নেই উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘ভোটার যেন ভোট দিতে ভয় না পায়, সেই দায়িত্ব নির্বাচন কমিশনের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ