বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যার কয়েক কোটি সমর্থক রয়েছে। আমাদের লক্ষ্য সারা দেশে নতুন করে এক কোটি সদস্য করা।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটি আয়োজন করা হয় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন এবং তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে “অশালীন প্রচারণার” প্রতিবাদে।
রিজভী বলেন, সাভারে অনুপাত অনুযায়ী ২০-৩০ হাজার নতুন সদস্য সংগ্রহ করতে হবে। তবে যোগ্য, সৎ ও সমাজে সুনামসম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন তিনি। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণিপেশার মানুষের জন্য দলের দরজা খোলা বলেও জানান।
তিনি আরও বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবার। মাঝেমধ্যে কিছু অনুপ্রবেশকারী বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তবে বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, বরং শাস্তি দেয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘মিটফোর্ডের ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। অথচ সেই ঘটনাকে ঘিরে কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’