শিরোনাম
ঢাকা-বুড়িমারী রেল চলাচল নিয়ে হাইকোর্টের রুল জারি বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি স্বরাষ্ট্র উপদেষ্টা ‘দুর্বল’ উল্লেখ করে পদত্যাগ দাবি জামায়াতের এখন যারা রাজাকার গালি দিচ্ছে, ভবিষ্যতে জনতা তাদেরও প্রত্যাখ্যান করবে: ফয়জুল করীম দীর্ঘ ১৬ বছর পর আবারও প্রাথমিকে ফিরছে ‘বৃত্তি পরীক্ষা’, জানা গেল সম্ভাব্য তারিখ বিএনপিতে এক কোটি নতুন সদস্য নেওয়া হবে: রিজভী পীরগাছায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ বিয়ে করবে বলে ছেলে কত আশায় বাড়ি বানাল কিন্তু বউ আর আনতে পারলাম না’ জাল টাকার নোটসহ জালনোট প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

বাবারা, রাজনীতির ময়দানে আরও অভিজ্ঞতা সঞ্চার করার নসিহত করছি’: সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গোপালগঞ্জে হামলার ঘটনা প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘আমরা প্রত্যাশা করি নাই ফ্যাসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক, গণ-অভ্যুত্থানের শক্তির ওপর হামলা করার সাহস পাবে। কিন্তু কেন? এই কেন’র জবাব হচ্ছে, যারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, যাদের এখনো নিবন্ধন নাই, তারা এখন অনেক আবেগতাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচিকে ঘিরে ফ্যাসিবাদী শক্তি গণ-অভ্যুত্থানের শক্তির ওপর হামলে পড়ছে।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এই মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এনসিপির নেতৃবৃন্দের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘বাবারা, রাজনীতির ময়দানে আরও অভিজ্ঞতা সঞ্চার করার জন্য পরামর্শ সব সময় দিয়েছি, আজকেও দিচ্ছি, নসিহত করছি, আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভবিষ্যতে তোমরা অনেক বেশি অবদান রাখবে, তোমরা জাতীয় নেতৃত্বে পরিণত হবে, সেই আশাবাদ ব্যক্ত করি। কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ, যেভাবে এনসিপির কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা বার্তা পাচ্ছি যে, কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থা সৃষ্টি করা, যাতে করে বলতে পারে যে, সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কীভাবে দেবে।’

তাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বক্তব্য দেওয়ার আগে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করা উচিত। বাংলাদেশের মানুষ সবই জানে এবং বোঝে। সুতরাং অত্যন্ত সতর্কতার সঙ্গে বাক্য চয়ন করা দরকার, রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা দরকার।’

এ সময় জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল সৃষ্টির প্রয়াস যেন ফ্যাসিবাদী শক্তি না পায়। গণতন্ত্রে উত্তরণের জন্য যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যেকোনো মূল্যে এই ঐক্যকে অটুট রাখতে হবে।’

বাবারা, রাজনীতির ময়দানে পরামর্শ সব সময় দিয়েছি, আজকেও দিচ্ছি, নসিহত করছি, আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বাংলাদেশের গণতন্ত্রে তোমরা অনেক বেশি অবদান রাখবে, জাতীয় নেতৃত্বে পরিণত হবে। কিন্তু যেভাবে এনসিপির কর্মসূচির ধরন দেখছি, তাতে আমরা একটা বার্তা পাচ্ছি যে, কোনো না কোনো বাহানায় এমন অবস্থা সৃষ্টি করা, যাতে বলতে পারে যে, এই সরকার নির্বাচন কীভাবে দেবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ