নড়াইল সদর উপজেলায় জানালা দিয়ে চেতনা নাশক ছিটিয়ে বাড়ির সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা, সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে।
শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শেখহাটি বাজার পাড়া এলাকায় তৌহিদুল জামান হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত লোকজন শনিবার দিবাগত রাতে উপজেলার শেখহাটি গ্রামের বাজার পাড়া এলাকার তৌহিদুল জামান হেলালের ঘরের জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে। পরবর্তীতে জানালার টিন সরিয়ে ঘরে ঢুকে নগদ অর্থ,২ ভরি ওজনের সোনার গহনা, কাপড়, তিনটি ফ্যান, মোবাইল, টিভিসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। রোববার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা তৌহিদুল তার স্ত্রী আশা বেগম ও মা আছিয়া বেগমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।