শিরোনাম
রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে জামাই-শ্বশুর হত্যার ঘটনায় গ্রেফতার ৪ ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হলেন অভীক তালুকদার রাজধানীতে ভোররাতে ধারালো অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, ভিডিও ভাইরাল বেরোবিতে পরীক্ষা ছাড়াই পাস ছাত্রলীগ নেত্রী, ৭ মাসেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে : রুহুল আমিন হাওলাদার হাকিমপুরে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ‘বাড়িতে বইসা খাওয়ার জায়গা নাই, তোরা বিমানে যাইস ফাইভস্টারে থাকস’ রড বোঝাই ট্রাক লুটের অভিযোগ, যুবদল কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার ঘণ্টায় প্রায় ১০০টি উল্কাবৃষ্টি, এ সপ্তাহে দেখা যাবে বাংলাদেশ থেকেও
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

‘বাড়িতে বইসা খাওয়ার জায়গা নাই, তোরা বিমানে যাইস ফাইভস্টারে থাকস’

ডেস্ক রিপোর্ট / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এখন ২৬ বছর বয়সী ছেলের মুখ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনতে হয়। এদের বাড়িতে ঘর আছে, দুয়ার নাই। মাটিতে বইসা খাওয়ার জায়গা নাই।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি আরো বলেন, ‘মানুষ বলে আপনি এদের এতো বকেন কেন? না, আমি এদের আদর করি।

এদের বাপের চেয়ে আমি ১৫ বছরের বড়। ওদের বাবা মুক্তিযুদ্ধে যায় নাই। মুক্তিযুদ্ধের সময় ওদের বাবা বিয়ে করে নাই।’

তিনি বলেন, ‘ওই ছেলেটার বয়স ২৬ বছর।

আমি তো ৪০ বছর আগে এ দেশে এমপি হইছি। ৫৪ বছর আগে আমি ১২০০ মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার নেতৃত্বে চলছে। আমার নাম শুনলে রাজাকাররা ৭ মাইল দূর থেকে চলে গেছে।

তিনি আরো বলেন, এখন এই ছেলেটার মুখ থেকে যদি আমার মুক্তিযুদ্ধের কথা শুনতে হয়…। যারা ৫০০ বা ৬০০ ছেলের নেতৃত্ব দিয়ে তাদের হত্যা করাইয়া বলি, আর শহীদ করাইয়া বলি, আর শত শত ছেলেকে আহত করাইয়া বলি; ৫ আগস্টে জাতীয় দিবস রাইখা যে ছেলেগুলো কক্সবাজারে যায় আনন্দ করার জন্য; তাদের কথা আমার শুনতে হবে, মানতে হবে? এদেরকে আমি একটা গালি দেব না?

ফজলুর রহমান বলেন, ‘তোরা যে বিমানে যাইস, ফাইভস্টার হোটেলে থাকস, বাপের কয় টাকা ছিল? এদের বাড়ি তো মুরাদনগরে, দেবীদারে, পঞ্চগড়ে। এদের বাড়িতে ঘর আছে, দুয়ার নাই। মাটিতে বইসা খাওয়ার জায়গা নাই। এদের ১০০ টাকা ছিল না, এরা ১০০ কোটি টাকার মালিক হলো কিভাবে! এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে? যারা একাত্তর মানে না, আমি এদেরকে বলি তোমরা বাংলাদেশ থেকে চলে যাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ