বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা ফেলো হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শ্রী অভীক চন্দ্র তালুকদার। রোববার (১০ আগস্ট) রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনের সভাকক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. আবদুল জলিলের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ফেলোশিপের জন্য অভীকের গবেষণা প্রস্তাব ‘বাংলাদেশের চলচ্চিত্রে স্বপ্নদৃশ্য: কার্যকারিতা ও নান্দনিকতা পর্যালোচনা’ গৃহীত হয়েছে। গবেষণাটির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।
অভীক তালুকদার বলেন, “চলচ্চিত্র নিয়ে যেহেতু পড়াশোনা করছি, এ কারণে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি এই বিষয়ে গবেষণাতেও আমার প্রবল আগ্রহ রয়েছে। এর আগে বাংলা একাডেমি এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রে চলচ্চিত্র বিষয়ে গবেষণা করার সুযোগ হয়েছে। সেগুলোতে নব্বই দশকের চলচ্চিত্র বিষয়ে গবেষণা করেছি। আর ফিল্ম আর্কাইভে যে বিষয়ে গবেষণা করব, এটার পরিধি আরও বড়।”
তিনি আরও জানান, এ গবেষণায় আলমগীর কবির ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিভিন্ন নির্মাতার ৫টি চলচ্চিত্র নিয়ে কাজ করবেন। এসব চলচ্চিত্রের স্বপ্নদৃশ্য, ফ্যান্টাসির বহিঃপ্রকাশ এবং শিল্পোন্নত ইন্ডাস্ট্রির স্বপ্নবাজ চরিত্রগুলোর সম্পৃক্ততা বিশ্লেষণ করা হবে। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রে শিল্পমানের ধারা অতীত থেকে বর্তমান সময়ে কতটা বিস্তৃত হয়েছে, সেটিও গবেষণার মাধ্যমে তুলে ধরাই তাঁর লক্ষ্য।