শিরোনাম
শিবির সভাপতি জাহিদুল-কে বুকে টেনে নিলেন ছাত্রদল সভাপতি, মাতলেন খুনসুটিতেও জুলাই ঘোষনাপত্র নিয়ে হতাশ জামায়াতে ইসলামী, কারণ জানালেন তাহের দিনাজপুর জেলা প্রশাসকের বাসভবনে বজ্রপাত ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে কাউনিয়ায় এনসিপি’র বিজয় মিছিল ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না।’ বিজয় র‍্যালির নিউজ সংগ্রহের সময় সাংবাদিককে ধাক্কা দিয়ে বের করে দিলেন বিএনপি নেতা  র‌্যাবের পৃথক চার অভিযানে ৩৩৬ বোতল ফেন্সিডিল এবং ১৩১ বোতল এস্কাফ সিরাপ জব্দ,গ্রেফতার ০৪ জন। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি শিবিরের জুলাই প্রদর্শনীতে কাদের মোল্লা-নিজামীর ছবি, সমালোচনায় মুখে সরাল প্রশাসন কিশোরগঞ্জ উপজেলায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি  পালনে বিএনপির বিজয় র‍্যালি 
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশে ইলিশের কেজি ১,৬৫০ , ভারতে রপ্তানি ১,১৮০ টাকায়

ডেস্ক নিভজ / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে এবারও ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। রপ্তানির প্রথম দিনে ৭টি ট্রাকে ৭০০ গ্রাম থেকে ১ কেজি আকারের ২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১০ মার্কিন ডলার বা ১ হাজার ১৮০ টাকা দরে। ইলিশের এ রপ্তানি মূল্য নিয়ে উঠেছে প্রশ্ন।

কারণ হিসেবে জানা যায় যশোরের বড় বাজার মাছের আড়তে গতকাল পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে একই আকারের ইলিশ প্রায় ৫০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। আবার খুচরা বাজারে প্রতি কেজি ওজনের ইলিশ দুই হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ ভারতে যে দামে রপ্তানি হচ্ছে, তার চেয়ে প্রতি কেজিতে প্রায় ৯০০ টাকা বেশি খরচ করতে হচ্ছে দেশের ভোক্তাদের।

দরদামের বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা দিতে পারবেন। তবে আমি যেটা জানি সেটা হলো, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে ১০ ডলারে প্রতি কেজির রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়। এখনো সেই পরিপত্র অনুযায়ীই রপ্তানি হচ্ছে।’

যশোর শহরের বড় বাজার মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক শেখ পিয়ার মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয় বাজারে যেখানে প্রতি কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬৫০ টাকা বিক্রি হয়, সেখানে ভারতে ১০ ডলার বা ১ হাজার ১৮০ টাকা কেজিতে কীভাবে রপ্তানি হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।’ এ ছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম আকারের ইলিশ গতকাল দেড় হাজার টাকা কেজি বিক্রি হয় বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ