শিরোনাম
রা‌তে নি‌খোঁজ, সকা‌লে বিল থেকে সাবেক সাব-রে‌জিস্ট্রারের মরদেহ উদ্ধার মিঠাপুকুরে বনদস্যুদের হামলায় বন কর্মকর্তা আহত টাকার বিনিময়ে তারকাদের শেখ মুজিবকে নিয়ে পোস্ট? জানা গেল আসল সত্য বঙ্গবন্ধুর জন্য মিলাদ করা যাবে না, এরচেয়ে মরে যাওয়া ভালো: কাদের সিদ্দিকী শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ আয়োজন, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩ বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি: হান্নান মাসউদ জাতীয় নির্বাচন: অন্তরালে দলগুলোর জোট নিয়ে দৌড়ঝাঁপ ভোট জালিয়াতি করে ২৯৩ আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব: তুষার নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ের শিক্ষককে শিক্ষা অফিসের কাজে নিয়োগ মধ্যরাতে এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

বাংলাদেশের জার্সিতে খেলতে ঢাকায় সামিত সোম

ডেস্ক রিপোর্ট / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে একে একে সবাই যোগ দিলেও বাকি ছিলেন শুধু সামিত সোম। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হলো। নির্ধারিত সময়েই ঢাকায় এসে পৌঁছেছেন কানাডা প্রবাসী এই মিডফিল্ডার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি টিম হোটেলে উঠেছেন তিনি।

তবে ভুটানের বিপক্ষে আজকের প্রীতি ম্যাচে তার খেলা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।

বুধবার সকালেই ঢাকায় পৌঁছান সামিত সোম। আর সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তাই ভ্রমণের ধকল মাথায় রেখে সামিতকে মাঠে নামানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছিলেন, সামিতের মাঠে নামার সম্ভাবনা থাকলেও তার শরীরের অবস্থা ও মানিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রেখে সতর্ক থাকতে চান তিনি।

কোচ বলেন, ‘আমরা যখন সামিতকে নিয়ে ভাবছিলাম, তখনই তাকে জানানো হয়েছিল তার দায়িত্ব ও দলে তার ভূমিকা সম্পর্কে। আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে এবং সে মানিয়ে নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে দীর্ঘ ভ্রমণ করে আসায় তাকে ঘিরে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

আমরা চাই সে যেন দলে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে।’

ঢাকায় এসে নিজের উচ্ছ্বাস গোপন করেননি সামিত। বাংলাদেশ দলের জার্সি গায়ে চাপাতে উন্মুখ এই মিডফিল্ডার বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। কোচের সঙ্গে ইতোমধ্যে আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এখন আমি দলের সঙ্গে সময় কাটানোর জন্য মুখিয়ে আছি।’

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। বড় এই ম্যাচে সামিত সোমের মাঠে নামা প্রায় নিশ্চিত, যদি না কোনো অপ্রত্যাশিত সমস্যা দেখা দেয়। তবে এর আগেই ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার সম্ভাবনাও থাকছে। কোচ কাবরেরা খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস নিশ্চিত করতে এই ম্যাচে সবাইকে কিছুটা সময় দিতে চান, সে পরিকল্পনায় সামিতের অভিষেকও হয়ে যেতে পারে আজই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ