শিরোনাম
খাগড়াছড়িতে এনসিপি’র নেতা-নেত্রীর পাল্টাপাল্টি জিডি চরমোনাইর দরবারে এনসিপির নাহিদরা বর্ষপূর্তিতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ হাসিনা সরকার পতনের পর থেকে থাকেন ভারতে, বেতন তোলেন বাংলাদেশে তারেক রহমান ও জুবাইদা রহমানের খালাসের রায় প্রকাশ কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার কোটা চালু কি বাটপারি নয়, প্রশ্ন ঢাবি অধ্যাপকের চিলড্রেন্স পার্টি’র কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই : মির্জা আব্বাস লক্ষ্য একটাই, ফেব্রুয়ারিতে নির্বাচন: মির্জা ফখরুল কমিটি গঠনের ১ দিনের মাথায় এনসিপির তিন নেতার পদত্যাগ শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে : নাছির উদ্দিন
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

বর্ষপূর্তিতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ

ডেস্ক রিপোর্ট / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে শহীদ মামুন হল থেকে মিছিলটি শুরু হয়ে টিবি গেট হয়ে কলেজের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

শেখ হাসিনার ‘রাজাকার’ মন্তব্যের বর্ষপূর্তিতে আয়োজিত এই মিছিলে ‘রাজাকার রাজাকার’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীরা—‘তুমি কে, আমি কে – রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে – স্বৈরাচার স্বৈরাচার’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?’ সহ আরও নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটি হলগেটসংলগ্ন বটতলায় পৌঁছালে পেছন দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ায় তারা পিছু হটতে বাধ্য হন। এ সময় সাংবাদিকরা মিছিলের ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন কর্মী একজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘গত বছরের এই দিনে শেখ হাসিনা আমাদের রাজাকার বলেছিলেন। তারই প্রতিবাদে এবং ঘটনার এক বছর পূর্তিতে আজ আমরা এই প্রতীকী মিছিল করেছি। আমরা ‘জুলাইয়ের চেতনা’ ধারণ করে সামনে এগিয়ে যাব।’

তারা আরও বলেন, “হাসিনা সরকারের আমলে শিক্ষার্থীদের দমন করতে জামায়াত-শিবির ট্যাগ দেওয়া হতো। এখন একটি নতুন দল সেই একই কৌশলে রাজনীতি করছে। তারাও ব্যর্থ হবে, কারণ জনগণের শক্তির কাছে কখনো কেউ টিকতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ