শিরোনাম
সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না: নাহিদ হে আল্লাহ, রাজনীতি নামক অভিশাপ থেকে মাতৃভূমিকে রক্ষা করো’: শবনম ফারিয়া জুয়ার আসর থেকে নিষিদ্ধ আ.লীগ নেতার সাথে বিএনপি নেতা আটক দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৩, প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতি ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল ৩ বছরের শিশু! তিস্তা সেতুর উদ্বোধন আগামী ২৫ আগস্ট রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবরে নিম্নমানের ইট দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ চিঠি, বিএনপির নেতাসহ গ্রেফতার ৫
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

বজ্রপাতে ১৪ বছরে ৪ হাজার মৃত্যু,৭০ শতাংশই কৃষক

মো:ইব্রাহীম খলিলুল্লাহ / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

বজ্রপাতের কারণে বছরের পর বছর ধরে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। ২০১৬ সালে ভয়াবহতা বিবেচনায় বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ক্ষয়ক্ষতি কমাতে নেয়া হয় তালগাছ রোপণ ও বজ্রনিরোধক দণ্ড স্থাপনসহ বেশকিছু উদ্যোগ। যেগুলোকে পরীক্ষামূলক বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বিশেষজ্ঞের মতে, প্রান্তিক মানুষদের মৃত্যুতে বরাবরই উদাসীন থাকে রাষ্ট্র কাঠামো।

আবহমান বাংলার কৃষিজীবনের চিরচেনা প্রতিচ্ছবি। ফসল ফলিয়ে, ঘাম ঝরিয়ে, গোধূলির আলো মেখে, ঘরে ফেরা। কিন্তু সবার ফেরা হয় না,আচমকা বজ্রপাত ফিরতে দেয় না।

প্রতি বছর বিশ্বে বজ্রপাতে বেশি মৃত্যু হয়- এমন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আর এসব মৃত্যুর অধিকাংশই হয় গ্রামীণ জনপদে। সরকারি তথ্য আর গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে প্রায় শ’খানেক প্রাণহানি হয়েছে বজ্রপাতে। আর গেল ১৪ বছরে মারা গেছেন ৪ হাজারেরও বেশি মানুষ। যাদের ৭০ শতাংশই কৃষক।

বছর কয়েক আগে তালগাছ রোপণ আর বজ্রনিরোধক দণ্ড স্থাপনের মাধ্যমে সরকারিভাবে বজ্রপাতে মৃত্যু ঠেকানোর উদ্যোগ নেয়া হয়। কিন্তু নড়বড়ে পরিকল্পনায় গচ্চা যায় শতকোটি টাকা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, এসব প্রকল্পকে পরীক্ষামূলকভাবে নেয়া হয়েছিল। ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর একটি অ্যাপস নিয়ে কাজ করছে, যাতে বজ্রপাতের ৩০-৪০ মিনিটের আগে ম্যাসেজ দিতে পারে।

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বজ্রপাত গবেষক অধ্যাপক আশরাফ দেওয়ান বলেন, প্রান্তিক মানুষদের মৃত্যুতে রাষ্ট্র বরাবরই উদাসীন। বজ্রপাতের ক্ষেত্রেও তাই।

এই গ্রামীণ জনপদ জানে না বজ্রপাতের বৈজ্ঞানিক কারণ এবং প্রতিরোধ। বিজ্ঞানী আর সরকার, যারা এসব জানেন- প্রাণহানি ঠেকাতে তাদের দিকেই তাকিয়ে প্রান্তিক মানুষেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ