বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

বগুড়ার সিএনজি ফিলিং স্টেশনে অবৈধ গ্যাস বাণিজ্য, অরক্ষিত জনজীবন

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

দিনে বৈধ ব্যবসা, রাতে অবৈধ সিন্ডিকেট। বগুড়ার সিএনজি ফিলিং স্টেশনগুলো রাত নামলেই রূপ নেয় গ্যাস ডাকাতির আখড়ায়। কার্গো ট্রাক ভর্তি শতাধিক খালি সিলিন্ডার ভরে ওঠে চুরি করা গ্যাসে। প্রতিদিন রাত ১২টা থেকে ভোর পর্যন্ত চলে এই ভয়ংকর বাণিজ্য, আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ চালক থেকে শুরু করে ঝুঁকির মুখে পড়ছে হাজারো মানুষের জীবন।

“আজকের বসুন্ধরা’র অনুসন্ধানে” সরেজমিনে গিয়ে দেখা গেছে— বগুড়া শহরের বগুড়া সিএনজি ফিলিং স্টেশন, শরীফ সিএনজি লিমিটেড এবং শাজাহানপুর উপজেলার আকিজ গ্যাস স্টেশন লিমিটেডে চলছে অবৈধ সিলিন্ডার ভরার মহোৎসব। স্টেশনের কর্মচারীরা রাতভর গোপনে ট্রাক বোঝাই করে সিলিন্ডার ছাড়ছেন বাজারে।

সিএনজি চালকদের অভিযোগ— গ্যাস চুরি হওয়ায় তাদের গাড়ির ট্যাঙ্কে পূর্ণ পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে বারবার লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ট্রাকভর্তি গ্যাস সিলিন্ডার যেকোনো সময় ভয়াবহ বিস্ফোরণের কারণ হতে পারে। একটি ছোট্ট অগ্নিসংযোগেই পরিণত হতে পারে মৃত্যুফাঁদে পুরো এলাকা।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের বগুড়া নর্থ রিজিওনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে— তিনি শুধু সাবধান করেই দায়িত্ব শেষ করছেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা যায়নি।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবো।”

অন্যদিকে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, “আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি। খুব শিগগিরই এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ